Tuesday , September 25 2018
Home / বাংলাদেশ / রংপুর বিভাগ / বিয়ে বাড়িতে খেয়ে অর্ধশতাধিক বরযাত্রী হাসপাতালে

বিয়ে বাড়িতে খেয়ে অর্ধশতাধিক বরযাত্রী হাসপাতালে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ে বাড়িতে খেয়ে অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয় পড়লে তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে আক্রান্তরা হাসপাতালে আসতে শুরু করেন। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের স্বজনরা জানান, উপজেলার সিংগারোল গ্রামের আমিনুল হকের ছেলে জাহিদুলের সাথে একই উপজেলার রনশিয়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ের বিয়ে ঠিক হয়। সোমবার বিকালে অর্ধশতাধিক নারী পুরুষ ও শিশু বরযাত্রী হয়ে কনের বাড়িতে যায়। সেখানে সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে কনেকে নিয়ে বাড়ি ফিরেন বরযাত্রীরা। বাড়িতে এসে পরদিন মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেট ব্যথা, পাতলা পায়খান, মাথা ঘুরা, জ্বরসহ নানা ভাবে অসুস্থ হয়ে পড়েন তারা। রাত পর্যন্ত আক্রান্ত অর্ধশতাধিক ব্যক্তি হাসপাতালে আসেন। এদের মধ্যে ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ্ হাসপাতালে এসে অসুস্থদের খোঁজ খবর নেন।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. জুবায়ের জানান, ফুড পয়জনিং এর কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ভয়ের কিছু নেই।
উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ্ জানান, রোগীদের খোজ খবর নেওয়া হচ্ছে। কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*