Sunday , September 23 2018
Home / বাংলাদেশ / রংপুর বিভাগ / মাদক, বাল্যবিবাহ রোধে শপথ নিলেন তারাগঞ্জের শিক্ষার্থীরা

মাদক, বাল্যবিবাহ রোধে শপথ নিলেন তারাগঞ্জের শিক্ষার্থীরা

সুমন আহম্মেদ; তারাগঞ্জ, রংপুর) : রংপুরের তারাগঞ্জ উপজেলার ১২৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৮হাজার শিক্ষার্থী একযোগে মাদক, ও বাল্যবিবাহ রোধে শপথ নিয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় ওই শপথ গ্রহন করেন। তারাগঞ্জ থানার পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান তারাগঞ্জ থানার পুলিশের সদস্য, জনপ্রতিনিধি ও শিক্ষকরা। তারাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টায় ইকরচালী উচ্চ বিদ্যালয়ের মাঠে, জগদিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকরচালী উচ্চবিদ্যালয়, ইকরচালী ডিগ্রি কলেজ, ইকরচালী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, ওকরাবাড়ি ফারুকিয়া আলমি মাদ্রাসা, ইকরচালী শিশু একাডেমী সহ ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪হাজার শিক্ষার্থীকে মাদক, ইভ টিজিং, জঙ্গি ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথবাক্য পড়ানো হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া তাদের শপথ পড়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরমান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা শিক্ষকেরা। ইকরচালী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুন্নি আক্তার বলে, ‘আজ স্কুলে যেয়্যা মাদক, বাল্যবিবাহ না বলে শপথ নিচি। এগুলো থেকে আমরা দূরে থাকব এবং অন্যদেরও দূরে থাকার পরামর্শ দিমো। শপথ করি ভালো লাগেছে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, তারাগঞ্জকে মাদকমুক্ত ও বাল্যবিবাহ প্রতিরোধে তারাগঞ্জ থানার ওসির এমন উদ্যোগ স্বাগতম জানাই। এ ধরণের সমাজ সচেতনতা মূলক কর্মকা-ে আমি তার পাশে সব সময় আছি। তারাগঞ্জকে আমরা মাদকমুক্ত করেই ছাড়বো। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ৪ হাজার শিক্ষার্থী ছাড়াও পুরো উপজেলায় আরও ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪হাজার শিক্ষার্থীকে একই সময়ে একযোগে শপথ পড়ানো হয়। ডাংগীরহাট স্কুল ও কলেজ, কাসিয়াবাড়ী স্কুল ও কলেজ, তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়, কুর্শা আদর্শ উচ্চবিদ্যালয়, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ, ফাজিলপুর উচ্চবিদ্যালয়, তেঁতুলতোলা উচ্চবিদ্যালয়, বুড়িরহাট উচ্চবিদ্যালয়, চিলাপাক উচ্চবিদ্যালয়, ভীমপুর দাখিল মাদ্রাসা, তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসা, হাতিবান্ধা উচ্চবিদ্যালয়, চান্দেরপুকুর বালিকা উচ্চবিদ্যালয়, বরাতি উচ্চবিদ্যালয়, ঘনিরামপুর বড়গোলা উচ্চবিদ্যালয়, মাঝের হাট নি¤œমাধ্যমিক বিদ্যালয়, হারিয়ারকুঠি দাখিল মাদ্রাসা, সহ ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এসব শিক্ষার্থীকে শপথবাক্য পাঠ করান পুলিশ, মাদক প্রতিরোধ কমিটির সদস্য, জনপ্রতিনিধিরা। সে সময় সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, তারাগঞ্জকে মাদক, ইভ টিজিং ও বাল্যবিবাহমুক্ত করার চেষ্টা করে যাচ্ছি। এর অংশ হিসেবে পাঁচটি ইউনিয়নে ৪৫ ওয়ার্ডে সভা করে বিভিন্ন শ্রেণি-পেশার ২ হাজার ৫০০মানুষ নিয়ে ৫০টি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি করা হয়েছে। এসব কমিটির সদস্য এখন মাদক ও বাল্যবিবাহের কুফল সর্ম্পকে মানুষকে সচেতন করছেন। গতকাল এ বিষয় প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ করানো হয়। উপজেলার সরকারি বেসরকারি মিলে মোট ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৮ হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*