Saturday , August 18 2018
Home / বাংলাদেশ / খুলনা বিভাগ / যশোরে সাপের কামড়ে ভাইবোনের মৃত্যু

যশোরে সাপের কামড়ে ভাইবোনের মৃত্যু

jwer_45786

যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলায় সাপড়ের কামড়ে আফিয়া খাতুন ও আবদুস সালাম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে ভাই-বোন। আব্দুস সালাম স্থানীয় স্কুলের প্রথম শ্রেণি ও তার বোন আফিয়া খাতুন পঞ্চম শ্রেণিতে পড়তো।
গ্রামবাসী জানায়, রাত তিনটার দিকে শিশু দুটি ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় দুজনকেই সাপে কামড়ায়। রাতে স্থানীয় ওঝাদ দিয়ে তাদের সুস্থ করার চেষ্টা করে পরিবারটি। পরে সকালে তাদের কেশবপুর শহরের মাতৃমঙ্গল নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সকাল ৮টার দিকে আব্দুস সালাম মারা যায়। হাসপাতালে আফিয়ার অবস্থার অবনতি হলে তাকে খুলনা নেওয়ার পথে সে মারা যায়।
কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে শুনেছি হাড়িয়াঘোপ গ্রামে সাপের কামড়ে দুটি শিশু মারা গেছে। স্থানীয় গ্রামপুলিশের কাছে খবর নেওয়ার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*