Tuesday , September 25 2018
Home / বাংলাদেশ / রংপুর বিভাগ / রংপুরে নারী পুলিশের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

রংপুরে নারী পুলিশের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

received_312807302397014

মহানগর প্রতিনিধি:

রংপুর: বাংলাদেশের একমাত্র নারী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ১৬তম নারী ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে এই অনুষ্ঠান হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি মিলি বিশ্বাস ১১শ’ ৫৬ জন নারী পুলিশ সদস্যের অভিবাদন গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। এছাড়া সেরা ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।

এই ব্যাচে সারাদেশ থেকে আসা ১১শ’ ৫৬ জন নারী পুলিশ ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট শেখ ওমর ফারুক, বিভাগের অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, পুলিশের কর্মকর্তাসহ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*