Thursday , September 20 2018
Home / বাংলাদেশ / রংপুর বিভাগ / সাঘাটার শিক্ষক সঞ্জীব কুমার বর্মনকে গণসংবর্ধনা

সাঘাটার শিক্ষক সঞ্জীব কুমার বর্মনকে গণসংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধি
তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরট্র পদুমশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকও উদ্ভাবক, অনলাইনে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা, এটুআই,আইসিটি ডিভিশন সঞ্জীব কুমার বর্মণ কে গণ সংবধর্না দেওয়া হয়।
শনিবার (৮সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় সাঘাটা কচুয়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে (উন্মুক্ত মঞ্চে)নাগরিক কমিটির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সজীব মিয়ার সঞ্চালনায় সাঘাটার নাগরিক কমিটির আহবায়ক মো.আঃরহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডেপুটি স্পিকার জাতীয় সংসদ মো.ফজ্জলে রাব্বী মিয়া (এম,পি)। তিনি বলেন, সঞ্জীব কুমার বর্মণ শুধু সাঘাটা নয়,গাইবান্ধা নয়,সারা বাংলাদেশর সম্পদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাঘাটা বাংলাদেশ আওয়ামীলীগের( ভারপ্রাপ্ত) সভাপতি মো. নাজমুল হুদা(দুদু),শিক্ষা অনুরাগী মো.শাহাদত হোসেন,কচুয়া হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক(দুলু),গাইবান্ধা জেলা ডেপুটি কমান্ডার মো.সামছুল আলম,এম্বাসেডর মো.মিজানুর রহমান,মো.মশিউর রহমান,শহিদুল হক,হুমায়উন কবির,শের আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*