Thursday , September 20 2018
Home / বাংলাদেশ / হিলিতে নিষিদ্ধ ৪ লাখ পিস ট্যাবলেট ও শাড়ি উদ্ধার

হিলিতে নিষিদ্ধ ৪ লাখ পিস ট্যাবলেট ও শাড়ি উদ্ধার

bgb
হিলি প্রতিনিধি : হিলি সীমান্তের চন্ডিপুর ও মধ্যবাসুদেবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ৪ লাখ পিস ট্যাবলেট, শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজ উদ্দিন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের চন্ডিপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেলে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সে স্থান থেকে কয়েকটি প্লাস্টিকের বস্তার ভেতর হতে ২ লাখ পিস প্রাকটিন ও ২ লাখ পিস ডেকসিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৮০ লাখ টাকা। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহার করা হয় বলে তিনি জানান। অপরদিকে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বেলা ১১টায় সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১৭০ পিস উন্নতমানের শাড়ি ও ১৫ পিস লেহেঙ্গা উদ্ধার করে। যার মূল্য ৭ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া এসব মালামাল সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*