Friday , August 17 2018
Home / আন্তর্জাতিক / সেলফিতে প্রাণ গেল অ্যাথলেটের

সেলফিতে প্রাণ গেল অ্যাথলেটের

214948_44628

স্পোর্টস ডেস্ক

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল ভারতীয় অ্যাথলেটের। ভারতের জাতীয় স্তরের স্টেপলচেজার ছিলেন ওই অ্যাথলেট। ঘটনাটি ঘটেছে ভূপালের সাই সেন্টারে।

ভূপালের স্পোর্টস ডিরেক্টর মিনা ভোরা জানান, গত শনিবার সন্ধ্যায় অনুশীলন শেষে তিন নারী অ্যাথলেট মিলে গল্প করতে করতে সাইয়ের সেন্টার লাগোয়া পুকুরের পাশে গিয়ে দাঁড়ান। পুকুরে মাছ ভাসতে দেখে তাদের পেছনে রেখে সেলফি তুলতে গিয়েছিলেন সেই তিন অ্যাথলেট। তাতেই ঘটলো যতো বিপত্তি।

অ্যাথলিট পূজা কুমারীর হাতে ছিল মোবাইল। তিন বন্ধুকে ক্যামেরার ফ্রেমে আনতে গিয়ে খেয়াল করেননি পুকুরের পাড় টপকে চলে এসেছেন তিনি। এরপরই হুড়মুড়িয়ে পড়ে যান পুকুরে। সাঁতার জানতেন না পূজা। বাকি দুই বন্ধুর একই অবস্থা। তারাও সাঁতার জানতেন না।

বাধ্য হয়ে পূজাকে উদ্ধার করার জন্য তারা দৌড়ে যান হোস্টেলে অন্য বন্ধুদের ডাকার জন্য। ততক্ষণে পূজা পুকুরের পানিতে ডুবে গেলেন। উদ্ধারে বিলম্ব হওয়ার কারণে মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*